বাংলাদেশে ৭ দিনের প্রশিক্ষনে অংশ নিতে বিএসএফ’র একটি প্রতিনিধি দল বেনাপোল প্রবেশ করেছে বাংলাদেশে - Opene99

Breaking

Click here

Monday, October 15, 2018

বাংলাদেশে ৭ দিনের প্রশিক্ষনে অংশ নিতে বিএসএফ’র একটি প্রতিনিধি দল বেনাপোল প্রবেশ করেছে বাংলাদেশে

CNN-https://opene99.blogspot.com




বাংলাদেশে ৭ দিনের প্রশিক্ষনে অংশ নিতে বিএসএফ’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে।
বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে প্রতিনিধি দলকে ফুল দিয়ে শূভেচ্ছা জানান যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, বিএসএফ এর ডিআই জি শ্রী সনী কুমার বিএসএফ’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। চট্রগ্রামের বিজিবির ট্রেনিং সেন্টার এন্ড কলেজ বাইতুল উজ্জতে ১৬ অক্টোবর থেকে ২২ অক্টাবর পর্যন্ত বিজিবি-বিএসএফ’র যৌথ প্রশিক্ষন শেষে ২৩ অক্টোবর বেনাপোল দিয়ে ভারতে ফিরে যাবেন ।


from CNN Bangladesh https://ift.tt/2P3YluM

No comments:

Post a Comment