দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে টানা ৪ দিন আমাদনি রফতানি বানিজ্য বন্ধ থাকছে - Opene99

Breaking

Click here

Monday, October 15, 2018

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে টানা ৪ দিন আমাদনি রফতানি বানিজ্য বন্ধ থাকছে


CNN-https://opene99.blogspot.com




শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটির কবলে পড়ছে বেনাপোল স্থলবন্দর।
দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দর খোলা রেখে মালামাল খালাশ রাখার ব্যবস্থা গ্রহন করেছে কর্তৃপক্ষ।তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
আজ ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যšত বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে।
ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ড এফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্থিক চক্রবর্তী জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ট্রাক চালকরা পণ্য পরিবহন করবেন না বলে সিদ্ধান্ত গ্রহন করেছে। ফলে দু দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজা শেষে ২০ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।
বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম জানান, ভারতের পেট্রাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার রামেশ্বর মিনা পূজায় চারদিন ছুটির বিষয়টি তাকে জানিয়েছেন। তবে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর এসময় খোলা থাকবে। ৪ দিনের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলেও জানান তিনি।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মোমন উদ্দিন জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
ভারতের বঁনগা কালিতলা পার্কিংয়ে প্রায় আড়াই হাজার পন্য বোঝাই ট্রাক বাংলাদেশে ্রপবেশের অপেক্ষায় দাড়িয়ে আছে যত্রত্রত। তবে ৪দিন বন্ধের ফলে ওপারে ভয়াবহ পণ্যজট বাড়বে বলে জানান বন্দর পরিচালক আমিনুল ইসলাম।


from CNN Bangladesh https://ift.tt/2PAk7U8

No comments:

Post a Comment