বাৎসরিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শুক্রবার (১৫ নভেম্বর) যশোরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যশোর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে গণমাধ্যমে প্রেরিত নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিউটাউনস্থ ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র বাৎসরিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সকাল সাত ঘটিকা হইতে দুপুর বারো ঘটিকা পর্যন্ত বিসিক, ঝুমঝুমপুর, বালিয়াডাঙা, আর এন রোড, বারান্দিপাড়া, শেখহাটি, বড়বাজার, ঘোপ, জেল রোড, বিরামপুর, কিসমত নওয়াপাড়া, নিউটাউন প্রভৃতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’
সাময়িক বিদ্যুৎ বন্ধের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
The post যশোরে সাময়িক বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি appeared first on One News BD | 1 News BD | One News | 1 News.
from One News BD | 1 News BD | One News | 1 News https://ift.tt/2XfGsLd
via opene99
No comments:
Post a Comment